পর্তুগালের অধিনায়ক হিসেবে এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ভোট দেওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সেটা করেননি এই তারকা ফুটবলার। তার পরিবর্তে ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার পেপে।
৪০ বছর বয়সী পেপে তার প্রথম ভোটটি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে। দ্বিতীয় ও তৃতীয় ভোটটি তিনি দিয়েছেন রিয়ালে তার দুই সাবেক সতীর্থ লুকা মদরিচ ও করিম বেনজেমাকে।
কাতার বিশ্বকাপে নিয়মিত শুরুর একাদশে রোনালদোকে খেলাননি সেই সময় পর্তুগালের ডাগআউটে থাকা কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু কাগজকলমে দলটির অধিনায়ক ছিলেন রোনালদোই। বিশ্বকাপের পর পর্তুগাল কোনো ম্যাচ খেলেনি, রোনালদোও নেতৃত্ব ছেড়ে দেওয়ার কোনো ঘোষণা দেননি।
সব মিলিয়ে পর্তুগালের অধিনায়ক এখনো রোনালদোই আছেন। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্ট পুরস্কারে তাঁর যে ভোটাধিকার আছে, সেটা তিনি কাজে লাগাননি।