বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগেই দেশের মাটিতে পা রাখে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এর একদিন পরই আজ সকালে মিরপুর শের-ই বাংলার মাঠে সদলবদলে নেমে পড়েন জস বাটলাররা। মিরপুরের সবুজ গালিচায় এদিন তারা নির্ধারিত সময়ের আগেই পা রাখেন। ওয়ার্ম আপ দিয়ে শুরু করে একাডেমি মাঠে গিয়ে অনুশীলন করেছেন ইংলিশরা।
প্রথমে মঈন আলি ও জোফরা আর্চাররা মিরপুরের ওয়ার্ম আপে ঘাম ঝরান। এরপর স্কিলের অনুশীলন করতে চলে যান একাডেমি মাঠে। সেখানে হিটার ব্যাটার ডেভিড মালান, অলরাউন্ডার স্যাম কারান, বোলার রিস টপলি ও আদিল রশিদদের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন।
পেসার জোফরা আর্চার, সাকিব মাহমুদ, মার্ক উড ও রিচ টপলিরা জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার যুক্ত বিশেষ কিট পরেই মাঠে নামেন। তারা যখন বোলিং করছেন, তাদের পাশেই নেটে ব্যাটিং ঝালিয়ে নেন ব্যাটাররা। পরবর্তীতে বল রেখে ব্যাটিং চর্চায়ও সময় দেন আর্চার। এমনকি হাত ঘুরিয়েছেন লেগ স্পিনেও!
রশিদ-মঈনের সঙ্গে লেগ স্পিন করলেন আর্চারও
এর আগে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা। আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা মাঠে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজটি শেষ হবে।