বাংলাদেশ সময় অনুযায়ী সাকিব-লিটনদের KKR-এর সকল ম্যাচের সময় সূচি প্রকাশ

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ঘরোয়া আসর হল হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে)। ক্রিকেট বিশ্বের এই জনপ্রিয় টুর্নামেন্টে শুরু হবে আগামী ৩১ মার্চ। এই আসন্ন আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এই ম্যাচের পরের দিনে, অর্থাৎ আসরের দ্বিতীয় দিনে নিজেদের মিশন শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে পঞ্জাব কিংস। ১ এপ্রিল মোহালিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কেকেআরের সূচি:-

১ এপ্রিল: বনাম পঞ্জাব কিংস (মোহালি, ৩টা)

৬ এপ্রিল: বনাম আরসিবি (কলকাতা, ৭টা)

৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (আমদাবাদ, ৩টা)

১৪ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, ৭টা)

১৬ এপ্রিল: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই, ৩টা)

২০ এপ্রিল: বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, ৭টা)

২৩ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, ৭টা)

২৬ এপ্রিল: বনাম আরসিবি (বেঙ্গালুরু, ৭টা)

২৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (কলকাতা, ৩টা)

৪ মে: বনাম সানরাইজার্স হায়দরাবা (হায়দরাবাদ, ৭টা)

৮ মে: বনাম পঞ্জাব কিংস (কলকাতা, ৭টা)

১১ মে: বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, ৭টা)

১৪ মে: বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, ৭টা)

২০ মে: বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, ৭টা)