হুট করে লিটনের উদ্দেশ্যে বার্তা পাঠালেন কলকাতা নাইট রাইডার্স

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উড়তে থাকা সিলেট স্টাইকার্সকে হারিয়ে ফাইনালে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ফলে ফাইনাল ম্যাচে লিটন দাস ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।

সম্প্রতি শেষ হওয়া বিপিএলে আবারও দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি দারুন সময় পার করেছেন। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটারকে শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছে ভারতের ঘরোয়া লিগ আইপিএল লিটনের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

চলতি বছরের আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ষোড়শ আসর। এবারই প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন লিটন। স্বদেশি সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে কেকেআরের ডাগআউটে দেখা যাবে তারকা এই ব্যাটারকে।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতায় লিটনকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতা ফ্রাঞ্চাইজি। তাই কলকাতা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে অভিনন্দন জানিয়েছে। ট্রফি হাতে সস্ত্রীক লিটনের ছবি দিয়ে লিখেছে, ‘অভিনন্দন লিটন। সি ইউ সুন (শিগগিরই দেখা হচ্ছে)।’