অবাক ক্রিকেট বিশ্ব: ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতকে বিশেষ সুবিধা দিল আম্পায়াররা

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজে ভারত-পাকিস্তানের লড়াই হয় না। দুই দলই কেবল আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হতে পারে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল পাকিস্তানকে হারিয়েছে ভারত। কিন্তু ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে, এবং সেই ম্যাচে কোন বিতর্ক হবে না তা কি করে হয়।

পাকিস্তানের বোলিং ইনিংসের সময় অন-ডিউটি ​​আম্পায়ার এক ওভারে ভারতকে একটি বিশেষ সুবিধা দেন।

পাকিস্তানের ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ৪৩ রান করে ভারত। সপ্তম ওভারে বল করতে আসেন নিদা দার। জেমিমা রদ্রিগেস ও শেফালি ভার্মা তাঁর ৬ বলে মোট ৬ রান করেন। কিন্তু আম্পায়ার ওভার শেষ হওয়ার সংকেত না দিয়ে নিদা দারকে আরেকটি বল করান। সপ্তম বলে বাউন্ডারি মারেন রদ্রিগেস। যা ছিল রদ্রিগেসের প্রথম বাউন্ডারি।

শেষ পর্যন্ত ভারত ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে জয় নিশ্চিত করে। ৩৮ বলে ৮টি চারে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জেমিমাহ রদ্রিগেজ।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। ভারতের ম্যাচে আইসিসির অতিরিক্ত সুবিধা দেওয়ার ব্যাপারটি তুলে আনা হয় বিভিন্ন কমেন্টে। নেটিজেনরা তুলে ধরছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে বিরাট কোহলির একটি ঘটনা। মোহাম্মদ নেওয়াজের একটি বল শুরুতে আম্পায়ার নো বল না দিলেও বিরাট কোহলির দেখানো সংকেতের পর সেটিকে নো বল দেন আম্পায়ার রড টাকার ও মারাইস এরাসমাস।

তবে নারী বিশ্বকাপে ৭ বলে ওভার দেওয়ার বিষয়টি নতুন নয়। আগের বছরের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচে ঘটে এমন ঘটনা। সেবারও ভুক্তভোগী ছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৭ বলে ওভার করেছিলেন পাকিস্তানের ওমাইমা সোহেল। রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে হেরেছিল পাকিস্তানের মেয়েরা।