পিএসএলে যে দিনগুলোতে মাঠে নামবেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এখনো দুটি ম্যাচ বাকি। এলিমিনেটর রাউন্ডে হেরে ফরচুন বরিশালের বিদায়ের সঙ্গেই সাকিবের এবারের বিপিএল যাত্রা শেষ হয়ে যায়। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পেশোয়ার জালমি দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

দল না থাকায় বিপিএলের নবম আসরের ফাইনালে দেখা মিলবে না সাকিবের। এরপর বাংলাদেশ জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষের আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে। তার আগেই পিএসএলে পাঁচ ম্যাচ খেলতে সাকিবের সঙ্গে পেশোয়ারের চুক্তি হয়েছে। সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিএসএলে পেশোয়ার জালমির প্রথম ম্যাচ আজ মাঠে গড়াবে। দলের সঙ্গে যোগ দিতে সোমবার দেশ ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেন সাকিব।

সাকিবের পিএসএল টিম জানিয়েছে, সাকিবের সঙ্গে পেশোয়ারের ৫ ম্যাচের জন্য চুক্তি হয়েছে। করাচি, মুলতান ও লাহোরের তিন মাঠে তিনি এসব ম্যাচে অংশ নেবেন। এরপরই শেষ হয়ে যাবে সাকিবকে বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের মেয়াদ।

পিএসএলে সাকিবের পাঁচ ম্যাচের সময়সূচি :

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
১৪ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি- করাচি কিংস সাড়ে ৮টা
১৭ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স সাড়ে ৮টা
২০ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-মুলতান সুলতান্স সাড়ে ৮টা
২৩ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড সাড়ে ৮টা
২৬ ফেব্রুয়ারি পেশোয়ার জালমি- লাহোর কালান্দার্স সাড়ে ৮টা

বিপিএলে বরিশালের হয়ে এবার সাকিব ছিলেন দুর্দান্ত। তবে আসরের শেষটা তার জন্য ভালো হয়নি। রংপুর ইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ব্যাট করতে নামেননি তিনি। ম্যাচে তার দল পর্যাপ্ত পুঁজি পায়নি। যার কারণে তার ব্যাটে না নামা নিয়ে তৈরি হয় বিতর্কের। স্বয়ং বরিশালের ফেসবুক পেইজ থেকে এ নিয়ে সাকিবের সমালোচনা করে পোস্ট করা হয়। যদিও পরে ওই এডমিনকে শোকজ করে টিম কর্তৃপক্ষ।

এর আগে আসরের ১৩ ম্যাচে তিন ফিফটিতে ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে ৩৭৫ রান করেন সাকিব। একইসঙ্গে তিনি ১০ উইকেট শিকার করেছেন।

পিএসএলের নিলামে অবশ্য এবার সাকিবকে কেউ দলে নেয়নি। তবে শেষ পর্যন্ত তাকে পেশোয়ার জালমি কিনে নিয়েছে সরাসরি চুক্তিতে। বাবর আজমকে অধিনায়ক করে গড়া দলটিতে ভানুকা রাজাপাকসে, জিমি নিশাম, মুজিব-উর-রহমান, রভম্যান পাওয়েল এবং ওয়াহাব রিয়াজের মতো তারকারা রয়েছেন।