হাথুরুর সঙ্গে যাত্রাটা ভালো হবে: তাসকিন

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হয়েই আবারও ফিরতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২০ তারিখের মধ্যেই ঢাকায় পা রাখবেন সাবেক লঙ্কান ক্রিকেটার। হাথুরুর আমলেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এ কারণেই নতুন করে টাইগার শিবিরে আবারও হাথুরুর ফেরায় খুশি তাসকিন।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেসময় টাইগারদের ওস্তাদ ছিলেন হাথুরুই। এবার ওয়ানডে বিশ্বকাপের আগেও আসছেন তিনি। বুধবার রাজধানীর অভিজাত হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন।

এসময় হাথুরুর প্রসঙ্গে তিনি বলেন, আমিও উৎসাহী। আমাদের আগের সেই কোচ হাথুরুসিংহে আবারও আসছেন। সে যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। আমি নিশ্চিত তার সঙ্গে যাত্রাটা ভালো হবে ইন শা আল্লাহ।

হাথুরু সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন দাবি করে তাসকিন বলেন, ওনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছিলেন। পরিকল্পনা শেয়ার করেছিলেন। বোলারদের কি রোল, ব্যাটারদের কি রোল বুঝিয়ে দিচ্ছিলেন। আসলে আবার মিটিং করবেন। এখনও তো আসেন নাই, আসলে বুঝতে পারব কী মিটিং। আমি নিশ্চিত তখনকার থেকে এখানকার পেসাররা ধারাবাহিক বেশি। এটাও একটা প্লাস পয়েন্ট। আশা করছি সবাই ভালো খেলবে।

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। আর সেই সিরিজের লড়াই কেমন হবে জানতে চাওয়া হলে তাসকিন বলেন, নিশ্চিত করে বলা যায় সহজ হবে না। সব ফরম্যাটেই ওরা অনেক বড় দল এবং শক্তিশালী। আমার এটাও বিশ্বাস আছে ঘরের মাটিতে আমরা অন্যতম একটা শক্তিশালী দল। লড়াই হবে, আমরা সেরাটাই দিব।