আত্মবিশ্বাসী জ্যোতিরা ভালো করতে চান বিশ্বকাপে

কয়েকদিন আগেই শেষ হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশও।

সবমিলিয়ে পঞ্চম বারের মতো বিশ্বকাপ খেলতে চলছে বাংলাদেশ। সাফল্য বলতে কিছুই নেই, প্রাপ্তিই খাতায় শূন্য। এবার সেই আক্ষেপ মেটাতে প্রায় দুই সপ্তাহ আগেই দেশ ছেড়েছিল নারী দল। মূলত কন্ডিশনের সাথে মানয়িে নিয়ে সেরা ক্রিকেট খেলতেই আগে যাওয়া।

এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এবার জ্যোতিদের লক্ষ্য নক আউট পর্বে ভালো করার৷ এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথাও জানান জ্যোতি। গণমাধ্যমে নিজেদের আত্মবিশ্বাসী মনে করে জ্যোতি বলেন, ‘আত্মবিশ্বাসী পুরো দল। দলের সবাই দারুণ ছন্দে রয়েছে। ব্যাটার-বোলাররা যদি নিজেদের ফর্ম ধরে রাখতে পারে তাহলে নক আউট পর্বে ভালো খেলা উপহার দিতে পারবো আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করতে পারলে আমাদের বাড়তি শক্তি জোগাবে।’

এবার দিয়ে পঞ্চম বারের মতো বিশ্বকাপ খেলা বাংলাদেশ নারী দলের সবশেষ ৩ বিশ্বকাপে জয় শূন্য! তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান হেড কোচ হাসান তিলকারত্মে।

তিনি বলেন, ‘এখানে (বিশ্বকাপ) সব দলই শক্তিশালী। আমাদেরও সামর্থ্য রয়েছে ভালো করার। ভুল যত কম করবে ভালো করার সুযোগ তত বাড়বে। এটা মেয়েদের পঞ্চম বিশ্বকাপ হলেও শেষ তিন আসরে কোনো জয় নেই। এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করতে চাই আমরা। প্রথম ম্যাচ জিতলে টুর্নামেন্ট টনিক হিসেবে কাজ করবে। এখানে আসার পর (দক্ষিণ আফ্রিকা) ব্যাটিংয়ে জোর দিচ্ছি আমরা। সবাই ছন্দে থাকলে ভালো করা সম্ভব।’