হাতের মেহেদির টকটকে লাল রং এখনো ম্লান হয়নি। বিয়ে হয়েছে মাত্র ১৫ দিন আগে। বাড়ি থেকে বিয়ে উৎসবের আমেজ পুরোপুরি শেষ হয়নি। এরই মাঝে দুই পরিবারের মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। নববিবাহিত প্রবাসী আল মামুন (২৬) দুই মোটরসাইকেলের মুখোমুখি সং;ঘ;র্ষে; নি;;হ;ত; হন।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তিনি উপজেলার কুলপালা গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।
এ ঘটনায় আরেক যুবক আ;হ;ত হয়েছেন। তার নাম রাজিবুল ইসলাম। তিনি উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, আল মামুন দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি দেশে আসেন। প্রায় দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন একই জেলার ডিঙ্গেদহ বাজার গ্রামে।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নি;হ’তে’র পরিবার মা;;মলা করতে রাজি হয়নি।
লা;শে;র ময়নাতদ;ন্ত করাতে অস্বীকৃতি জানিয়ে নি হ তের মা লিখিতভাবে অনুরোধ করেছেন।