‘আমি ওয়ানডে-টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি’

শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে বড় রানের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন এই ওপেনার। যদিও বিপিএলে শুরুর দিকে রান পেলেও পরবর্তীতে সেই ইনিংস লম্বা করতে ব্যর্থ হচ্ছিলেন বিজয়। তবে গতকাল চট্টগ্রামের বিপক্ষে করেছেন ৭৮ রানের ইনিংস।

চট্টগ্রামকে হারানোর পর ম্যাচসেরাও হয়েছেন বিজয়। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের এই ওপেনার। সেখানে কথা বলার একপর্যায়ে বিজয় জানালেন টেস্ট এবং ওয়ানডেতে সেঞ্চুরির জন্যই খেলতে নামেন। তবে টি-টোয়েন্টিতে থাকে ভিন্ন চিন্তা।

বিজয় বলছিলেন, ‘আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি। টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটাও সত্যি। টি-টোয়েন্টিতেও নামি, কিন্তু সবসময় আসলে দলের পরিস্থিতি ওরকম থাকে না। ওয়ানডে-টেস্টে অবশ্যই সেঞ্চুরির জন্য নামি। টি-টোয়েন্টিতে রান অনেক কম হয়, বিহাইন্ড দ্য সিনে থাকে না সেঞ্চুরি। একেক সময় একেক পরিস্থিতি আসে সামনে।’

মৃত্যুঞ্জয়ের ওভারে আউট হওয়া নিয়ে বিজয় বলেন, ‘আমাদের পরিকল্পনায় তো একটু ১৯-২০ আছেই। পরিকল্পনা ছিল মৃত্যুঞ্জয় ভালো বল করেছে দুই ওভার। আরেক ওভারে এসেছে মিডল অব দ্য টাইমে, অবশ্যই ওকে আমার দেখে খেলা দরকার ছিল। তাহলে হয়তো পরের ওভারে যে আসতো…। কত রান করতে পারতাম এটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখবো। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করবো শেষ করে আসার।’