হায়দরাবাদের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতকে লড়াই করে জিততে হলেও রায়পুরে টিম ইন্ডিয়ার একতরফা দাপট দেখা যায়। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বিধ্বস্ত করে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। এই অবস্থায় ইন্দোরের তৃতীয় ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে রোহিত শর্মাদের সামনে। তাছাড়া নিছক নিয়মরক্ষার লড়াই হওয়ায় ভারতের সামনে পরীক্ষি-নিরীক্ষার সুযোগ চলে আসে।
ইনিংসের শেষ বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কুলদীপ যাদব। ৩ বলে ৩ রান করেন তিনি। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৮৬ রান। উমরান মালিক ২ রানে নট-আউট থাকেন। ব্লেয়ার টিকনার ৭৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ১০০ রানে ৩ উইকেট নিয়েছেন জেকব ডাফি। ৫১ রানে ১টি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।
২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। শেষে ৪৮.৪ ওভারে ডাফির বলে কনওয়ের হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ভারত ৩৭৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ৩৮২ রান।
৪৭.৬ ওভারে ব্লেয়ার টিকনারের বলে লাথামের দস্তানায় ধরা পড়েন শার্দুল ঠাকুর। ১৭ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ৩৬৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। হার্দিক ৪২ রানে ব্যাট করছেন।
৪৭তম ওভারে দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ৩৫২ রান। হার্দিক পান্ডিয়া ৩১ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। ১৪ বলে ১৮ রান করেছেন শার্দুল ঠাকুর। মেরেছেন ৩টি চার।
৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩২৫ রান। ২৪ বলে ১৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া। মেরেছেন ১টি চার। ৯ বলে ৮ রান করেছেন শার্দুল ঠাকুর। তিনিও ১টি চার মেরেছেন।
৪২.২ ওভারে ব্লেয়ার টিকনারের বলে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ১৪ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৩১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।
৪১তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩০৯ রান। হার্দিক ১১ ও সুন্দর ৮ রানে ব্যাট করছেন।
৩৮.৪ ওভারে জেকব ডাফির বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৯ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি ছক্কা। ভারত ২৯৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
৩৬.২ ওভারে জেকব ডাফির বলে ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ২৭ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ২৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৯১ রান।
৩৪.৩ ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ইশান কিষাণ। ২৪ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ২৬৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৩ রান। কোহলি ৩৩ রানে ব্যাট করছেন।
৩২তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২৫১ রান। কোহলি ১৪ বলে ২৩ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা।
২৭.৬ ওভারে টিকনারের বলে কনওয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৭৮ বলে ১১২ রান করেন তিনি। মারেন ১৩টি চার ও ৫টি ছক্কা। ভারত ২৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ।
২৬.১ ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৮৫ বলে ১০১ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। তিনি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। ভারত ২১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি মাঠে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা মারেন। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২২ রান। গিল ১০৫ রানে ব্যাট করছেন।
১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ২৫.৬ ওভারে ব্লেয়ার টিকনারকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছে যান শুভমন।
৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। ২৫.৩ ওভারে টিকনারের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান।
২৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২০৫ রান। রোহিত ৮০ বলে ৯৯ রান করেছেন। গিল ৭০ বলে ৯৮ রান করেছেন।
২২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮০ রান। গিল ৬২ বলে ৮০ রান করেছেন। মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা। রোহিত ৭০ বলে ৯২ রান করেছেন। মেরেছেন ৯টি চার ও ৬টি ছক্কা।
১৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৫১ রান। ৫৯ বলে ৭৮ রান করেছেন রোহিত। তিনি ৮টি চার ও ৫টি ছক্কা মারেন। গিল ৪৯ বলে ৬৯ রান করেছেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
১৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৮ রান। ১৫তম ওভারে ডারিল মিচেলের বলে ৩টি চার মারেন হিটম্যান। তিনি ৭১ রানে ব্যাট করছেন। গিল অপরাজিত রয়েছেন ৫৫ রানে।
১৩.১ ওভারে স্যান্টনারের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন হিটম্যান। ওভারের তৃতীয় বলে রোহিত আরও ১টি ছয় মারেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১৪ রান। রোহিত ৫৮ ও গিল ৫৪ রানে ব্যাট করছেন।
১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। গিল ৫৪ ও রোহিত ৪৫ রানে ব্যাট করছে।
৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৭ রান। গিল ৫২ ও রোহিত ৪৩ রানে ব্যাট করছেন।
১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮২ রান। ৩১ বলে ৩৯ রান করেছেন রোহিত। দশম ওভারে ডাফির বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন রোহিত। গিল ব্যাট করছেন ৪১ রানে।
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। পঞ্চম ওভারে ডাফির বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি ছক্কা হাঁকান গিল। সপ্তম ওভারে টিকনারের বলে ১টি চার মারেন রোহিত। ১টি চার মারেন গিল। অষ্টম ওভারে ফার্গুসনের বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন গিল। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। গিল ২৪ বলে ৪১ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রোহিত ২৪ বলে ২১ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
দ্বিতীয় ওভারে লকি ফার্গুসনের তৃতীয় বলে চার মারেন শুভমন গিল। তৃতীয় ওভারে ডাফির প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। রোহিত ১২ বলে ১০ রান করেছেন। ৬ বলে চার রান করেছেন গিল।