বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাফুফে। বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বাফুফে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। বাফুফের সেই চিঠিতে আর্জেন্টিনা ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে।
বাফুফের একাধিক কর্মকর্তা ও সচিবালয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। তবে এখনো অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। জুন মাসেই মেসিরা ঢাকায় আসবে কি না তা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। কারণ এখনও অনেক বিষয় আলোচনার বাকি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের অন্যতম এক শীর্ষ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘আর্জেন্টিনা বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছে এটা ঠিক। আরও অনেক বিষয় রয়েছে, ফলে এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। আমরা আর্জেন্টিনার সফরের সামগ্রিক অবস্থা সম্পর্কে আগামীকাল বিস্তারিত তুলে ধরব।’
২০১১ সালে ঢাকায় মেসিরা খেলে গেলেও এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন বলে মনে করেন বাফুফের ওই শীর্ষ কর্মকর্তা, ‘বাংলাদেশে এর আগেও আর্জেন্টিনার খেলার অভিজ্ঞতা থাকলেও এবার তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মাত্র এক মাস আগে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এবার তাদের শর্ত ও বিভিন্ন বিষয় আগের চেয়ে ভিন্ন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’