নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের দুটি ব্ল্যাকবক্স উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। সেসঙ্গে নিখোঁজ বাকি চার আরোহীর সন্ধানে অভিযান চলছে। খবর ইন্ডিয়া টুডে, এনডিটিভির।
সোমবার সকালে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করে বলে জানান কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা শের বাথ ঠাকুর। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানান, ব্ল্যাকবক্সটি নেপালের সিভিল এভিয়েশন অথরিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্ল্যাকবক্স থেকে পাওয়া তথ্য-একটি ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার দুর্ঘটনার কারণ নির্ধারণে তাৎপর্যপূর্ণ প্রমাণিত হতে পারে।
রোববার টুইন-ইঞ্জিনের এটিআর ৭২ উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারার দিকে যাচ্ছিল। বিমানবন্দরে অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ১৫ বিদেশি নাগরিক এবং চারজন ক্রুসহ মোট ৭২ জন আরোহী ছিলেন।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারীরা এখন পর্যন্ত দুর্ঘটনার ধ্বংসাবশেষ থেকে ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। বাকি চারজনের জন্য অনুসন্ধান আবার শুরু হয়েছে। এর আগে প্রতিকূল পরিস্থিতির কারণে রোববার রাতে উদ্ধার প্রচেষ্টা স্থগিত করা হয়।