রোববার রাতে দারুণ এক জয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। রিয়াদে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ পেল কাতালানরা। দুর্দান্ত এ জয়ে বার্সেলোনা যেমন মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে, তেমনি দলটির কোচ জাভি হার্নান্দেজও বার্সার কোচ হিসেবে পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ।
সবশেষ দলটির সাবেক তারকা ফুটবলার লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এবারই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল বার্সেলোনা। এমন অর্জনের পর অবশ্য স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন জাভি।
ফাইনাল শেষে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। ছেলেরা নিজেরাই আজ (কাল) মুক্তির পথ খুঁজে নিয়েছে। আমরা আর থামতে চাই না। এটাই মৌসুমের প্রথম শিরোপা, তবে শেষ নয়।’
তবে এখনই তৃপ্তিতে ঢেকুর তুলতে চান না জাভি। বার্সার ফুটবলার হিসেবে ২৭টি শিরোপা জেতা জাভি কোচের কোচ হিসেবেও চাইছেন অনেক সাফল্যে, ‘প্রক্রিয়া ঠিক রাখতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই শিরোপা (বার্সা) বোর্ড, স্টাফ, খেলোয়াড়, সমর্থকসহ সবাইকে প্রশান্তি দিয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। আমাদের ধৈর্য ধরতে হবে। ভুলে গেলে চলবে না দলটা এখনো গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’