বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে উদযাপনের জন্য এবার ফিফার শাস্তির মুখে পড়ল আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল সংস্থার বিরূদ্ধে বিশ্বকাপ ফাইনালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছেন ফিফা। ডিসেম্বরের ১৮-য় ইন্টারভিউ জোনে যেভাবে ফুটবলাররা উদ্দাম সেলিব্রেশনে মেতেছিলেন তা নজর এড়ায়নি ফিফার।
শতাব্দীসেরা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা টাইব্রেকার শ্যুট আউটে ৪-২ গোলে পরাস্ত করে ফ্রান্সকে। তারপরেই ক্যাপ্টেন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনীয় দল সাক্ষাৎকারের জন্য নির্ধারিত স্থানে গানে-নাচে উদ্দাম সেলিব্রেশনে মেতে ওঠেন। কোনও আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কথা বলেননি মেসিরা। এই উদযাপন পর্বের সময়েই স্টেডিয়ামের কাঠের দেওয়াল ক্ষতিগ্রস্থ হয় বলে অভিযোগ।
যদিও ফিফার বিবৃতিতে এমিলিয়ানো মার্টিনেজের বিষয়টির উল্লেখ নেই। গোল্ডেন গ্লাভস জয়ী এমি মার্টিনেজ সেরা গোলকিপারের ট্রফি নিয়ে পুরস্কার মঞ্চেই কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করেছিলেন। যাতে সমালোচনার ঝড় বয়ে যায়। তার-ও আগে রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচে দুই দলের মোট ১৪ জন ফুটবলারকে কার্ড দেখেন। সেই সময়েই ফিফার তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছিল।
এর আগে এমিলিয়ানো মার্টিনেজ কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে ছড়া গেয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্তিনার লকার রুমে। পরে বাস প্যারাডের সময়েই এমবাপের পুতুল নিয়ে উদযাপন করেন মার্তিনেজ। জোড়া ঘটনায় ক্ষিপ্ত হয়ে আর্জেন্টাইন ফুটবল সংস্থার কাছে নালিশ করে ফ্রান্স ফুটবল সংস্থা।
যাইহোক, ফিফার তরফে জরিমানা করা হয়েছে সার্বিয়া, মেক্সিকো এবং ইকুয়েডরকেও।