সৌদি যাওয়ার তিন মাসের মাথায় সড়ক দু’র্ঘ’টনায় মা’রা গেলেন প্রবাসী

সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দু’র্ঘ’টনায় দুলাল মিয়া নামের এক প্র’বাসী নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় আ’হ’ত হয়েছেন একই গাড়িতে থাকা আরও অন্তত চারজন।

নি’হ’ত দুলাল মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।

বুধবার (১১ জানুয়ারি) বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় সময় সকালে এ দু’র্ঘ’টনা ঘটে।

এ ঘটনায় আ’হ’তরা হলেন, ভিতরচর মজুমদার বাড়ির শামীম মজুমদার, একই গ্রামের পূর্বপাড়ার কামাল হোসেন। পাশের গ্রাম পাইকোটা ও ভাইজকরার দুই জনও এ ঘটনায় গু’রুতর আ”হ’ত হয়েছেন। ওই দুইজনের নাম জানা যায়নি।

আ’হ’তদের কারো হা’ত, কারো পাঁ ভে’ঙেছে বলে জানিয়েছে দেশটিতে থাকা নি’হ’ত দু’লালের প্র’তিবেশীরা।

আ’হ’তদের সবাই বর্তমানে রিয়াদের একটি হাসপাতালে চিকি’ৎসাধীন রয়েছে।

নি’হ’ত দুলালের স্বজনরা বলেন, গত তিন মাস পূর্বে শামীম, কামালসহ সৌদি আরবে যান দু’লাল। এখন পর্যন্ত স্থায়ীভাবে কাজের ব’ন্দো’বস্ত করতে পারেননি। এরমধ্যেই আজ স’ড়ক দু’র্ঘ’টনায় মা’রা যান তিনি।

এদিকে দু’লালের মৃ’ত্যু ও একই দু’র্ঘ’টনায় গ্রা’মের আরও দুইজন গু’রুতর আ’হ’তের ঘ’টনায় শো’কের মা’তম চ’লছে গ্রামটিতে।