একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মের অধীনে, প্রবাসীদের সাথে বিবাহিত সৌদি নারীদের সন্তানরা এখন ১৮ বছর বয়সের পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ সৌদি আরবের জাতীয়তা ব্যবস্থার ৮ ধারায় একটি সংশোধনী অনুমোদন করেছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে।
সৌদি আরবের ন্যাশনালিটি সিস্টেমের ৮ নম্বর ধারায় বলা হয়েছে: “যে ব্যক্তি একজন বিদেশী বাবা এবং সৌদি মায়ের কাছে সৌদিতে জন্মগ্রহণ করেন, যদি কিছু প্রয়োজনীয়তা পূরণ করা হয় তবে তাকে সৌদি নাগরিকত্ব দেওয়া যেতে পারে।”
ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছেঃ-
শর্তগুলির মধ্যে রয়েছে যে ব্যক্তিকে আরবি ভাষায় সাবলীল হতে হবে;
আইনগত বয়স হলে রাজ্যে স্থায়ী বসবাসের মর্যাদা থাকতে হবে;
তাকে উত্তম আচার-আচরণ ও সুন্দর চরিত্রের হতে হবে; কোনো অ;শ্লী;ল কাজের জন্য কোনো ফৌজদারি দো;ষী সাব্যস্ত হওয়া বা ছয় মাসের বেশি সময়ের জন্য কা;রা;দ;ণ্ড হওয়া উচিত নয়।