আম্পায়ারিং ব্যাপারটা অনেকের কাছে সহজ মনে হলেও আসলে বেশ ঝুকিপূর্ণও বটে। মাঠে কখন কি হয়ে যায় সেটা তারা নিজেরাও জানেন না। তেমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে।
পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারিয়ে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে শতক হাঁকিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন কনওয়ে। সেই ম্যাচেই হঠাৎ আলোচনায় আসেন আম্পায়ার আলিম দার।
নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন সময়ে পাকিস্তানের এক ফিল্ডারের থ্রো সরাসরি থ্রো ফিল্ড আম্পায়ার আলিম দারের পায়ে আঘাত করে। বলের আঘাত আলিম দার এতোটাই ব্যথা পান যে রাগে হাতে থাকা পাকিস্তানি খেলোয়াড়ের সোয়েটার মাটিতে ছুঁড়ে মারেন।
অবশ্য পাকিস্তানের বাকি ফিল্ডাররা আলিমের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কয়েকজন ক্রিকেটার। পাক ক্রিকেটার নাসিম শাহ এসে আলিমের আঘাত লাগা জায়গায় জোরে জোরে মালিশ করতে থাকেন।