প্রায় সময়ই বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট বোর্ড নিয়ে নানা মন্তব্য করে থাকেন মাশরাফি বিন মর্তুজা। বোর্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরতে দেখা যায় তাকে, দেখা যায় বিভিন্ন সমস্যার সমাধানও বাতলে দিতে। তাই সমর্থকদের অনেকের দাবি, মাশরাফিকে ক্রিকেট বোর্ডে নিয়ে আসার। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বললেন, তিনি নিজেও চান মাশরাফি ক্রিকেট বোর্ডে আসুক।
গতকাল জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ‘নট আউট নোমান’ শো-তে অতিথি হয়ে আসেন নাজমুল হাসান পাপন।
সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মাশরাফিকে চায়। কিন্তু মাশরাফির সীমাবদ্ধতার কথা ভেবেই এগুতে পারছে না ক্রিকেট বোর্ড। কেন না মাশরাফি শুধুই একজন কিংবদন্তী ক্রিকেটার নন, একজন সংসদ সদস্যও বটে। ফলে অনেক কিছুই ভাবতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে।
এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে, ওর সময়। ও সময় দিতে পারবে কিনা, কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে।’
সংসদ সদস্য না হলে মাশরাফিকে যেকোনো কাজে লাগানো যেত বলেও উল্লেখ করেন পাপন। তিনি বলেন, ‘আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সাথে যাও। এগুলো কিন্তু আগে যত সহজ ছিল এখন যত সময় যাচ্ছে তত কিন্তু কঠিন হচ্ছে।’
এর আগেও একবার একই ইস্যুতে বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। বিসিবি থেকে দাবি করা হয়েছিল তারা মাশরাফিকে বোর্ডে কাজ করতে বললেও সম্মত হননি মাশরাফি। তবে পাল্টা জবাব দিয়ে মাশরাফি বলেন, তিনি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। এই বিষয়ে আজ ফের কথা বলেন পাপন।
বিসিবি বস বলেন, ‘আমি পরশুদিনই তাকে বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা। এর চেয়ে বেশি আর কী বলবো? এখন আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। এভাবে লিখিত দেয়া যায় না তো।’