বড় স্বপ্ন করে ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়ে ছিল পিএসজি। লক্ষ্য ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। কিন্তু তা পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। উল্টো সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়েছেন বলে গুঞ্জন রয়েছে ইউরোপীয় গণমাধ্যমে।
তাই তো নেইমারকে ছেড়ে দেওয়ার শর্তজুড়ে দিয়েছেন ফরাসি তারকা। এবার নতুন গুঞ্জন, লোকসান হলেও নেইমারকে বেচে দিতে চাইছে পিএসজি। ২০২১ সালে নেইমারের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত নতুন করে চুক্তি করে ফরাসি ক্লাবটি। সেই চুক্তির মেয়াদ আরও দেড় বছরের মতো বাকি।
এর আগেই ব্রাজিলিয়ান তারকাকে বেচে দিতে চাইছে বলে দাবি করছে ইউরোপীয় দলবদলবিষয়ক সংবাদ মাধ্যম ফিচাহেস। গণমাধ্যমটির দাবি ৫৫০ থেকে ৬৬০ কোটি টাকার প্রস্তাব পেলেই নেইমারকে ছেড়ে দেবে ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়নরা।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। ২১ ম্যাচে নিজের করেছেন ১৫ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। এ ছাড়া গত ছয় বছরে ১৬৫ ম্যাচে গোল করেছেন ১১৫ আর অ্যাসিস্টে ৭৩টি। ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য নতুন গন্তব্য ধরা হচ্ছে ইংল্যান্ড। তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি, চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড।