গত ম্যাচে ছিল না মেসি–নেইমার, এমবাপ্পে রক্ষা করতে পারেনি পিএসজিকে। এরপরই পিএসজিতে ফেরেন মেসি, আজ মাঠে নামা হয়নি তার। মেসি–নেইমারের সাথে নেই এমবাপ্পে, তবুও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
মেসি-নেইমার-এমবাপ্পে, আক্রমণভাগের তিন তারকাকে ছাড়া ফ্রেঞ্চ কাপে শাতোরুর বিপক্ষে পিএসজির লড়াই জমেছিল বেশ। ফ্রেঞ্চ লিগের প্রথম স্তরে’র লড়াইয়ে শাতোরুর বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে কাপের ‘রাউন্ড অব ৩২’–এ উঠেছে ক্রিস্তফ গালতিয়েরের দল।
ফরাসি ফুটবলে তৃতীয় বিভাগে খেলা শাতোরুর বিপক্ষে পিএসজির কোচ খেলিয়েছে একদম তরুণদের। ১৬-১৭ ও ১৮ বছর বয়সী ওয়ারেন জাইর, এল চাদেইলে ও ইসমাইলকে। তারুণ্য নির্ভর দল নিয়ে খেলতে নামা পিএসজি এগিয়ে যায় ম্যাচের ১৩ তম মিনিটে। কিন্তু প্রথমার্ধের ৩৭ তম মিনিটে দারুণ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
বিরতির পর জমে ওঠে ম্যাচ। দারুণ লড়াইয়ের পর ৭৮তম মিমিটে এগিয়ে যায় পিএসজি। এরপর অতিরিক্ত সময়ে আরও একটি গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।