কাতার বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স করে নিজেকে আলাদাভাবে চেনান এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপ শেষে দলবদলে তাকে পেতে মরিয়া চেলসি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আর্জেন্টাইন তরুণ এই মিডফিল্ডারকে কিনতে লিভারপুল ১২০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি।
তবে এনজো ফার্নান্দেজের জন্য আরও বেশি টাকা খরচ করতে রাজি আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
ইতালিয়ান সাংবাদিক গিয়ানলুকা দি মারজিও বলছেন, এনজো ফার্নান্দেজের সঙ্গে চেলসি-বেনফিকার চুক্তি এখন সম্পন্ন হওয়ার অপেক্ষায়। শর্তাবলীর ক্ষেত্রেও ঐকমত্যে পৌঁছেছে দুইপক্ষ। এমনকি এনজো ফার্নান্দেজকে কিনতে ১২৭ মিলিয়ন ইউরো দিতে রাজি চেলসি।
এ খবর সত্যি হলে রোমেলু লুকাকুকে ছাড়িয়ে এনজো হবেন চেলসির ইতিহাসে সবচেয়ে দামি তারকা। এর আগে ২০২১ সালে লুকাকুকে কিনতে চেলসির খরচ হয়েছিল ১১৩ মিলিয়ন ইউরো।