আসছে শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চলতি টুর্নামেন্টকে সামনে রেখে বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স শুরু করেছে দলীয় অনুশীলন। সেটাও বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের মাঠে। দলটিতে রয়েছেন জাতীয় দলের ওপেনার নাঈম শেখ। বলছেন ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন তিনি।
মঙ্গলবার দলীয় অনুশীলনে যথারীতি ছিলেন নাঈম শেখ। এদিন রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে দলটি। সেখানে কথা বলতে দেখা যায় বাঁহাতি এই ওপেনারকে।
নাঈম বলছিলেন, ‘যে কোনো খেলোয়াড়ের আপস এবং ডাউন না থাকলে বোঝা যায় না নিজের কি অবস্থানে রয়েছে। প্রসেস যদি ভালো মেইনটেন করা যায় তাহলে অফফর্ম মনে হয় বেশি দিন থাকে না। আমি চেষ্টা করেছি বিসিএল এবং আরো যে সব টুর্নামেন্ট হয়েছে রেগুলার প্রসেস মেইনটেন করার। প্রসেসের বাইরে যখনই গিয়েছি তখনই ফেল শব্দটা বারবার আসছে আমার কাছে। এখন আলহামদুলিল্লাহ, ভালো ছন্দে আছি। চেষ্টা করছি ভালো করার জন্য।’
নাঈম শেখ বিপিএলে তরুণদের জন্য সুযোগ দাবি করে বলেন, ‘প্রত্যেকটা বিপিএলই আমার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমি তরুণ, আর তরুণ খেলোয়াড়দের জন্য সবসময় চ্যালেঞ্জিং থাকে। টি-টোয়েন্টি একটা ডমেস্টিক লিগই হয় এখানে পারফর্ম করাটা আমার জন্য এবং আপকামিং খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
এছাড়া রংপুর রাইডার্স দলে বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।