কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে অনন্য অবদান রাখেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার কারণেই শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা।
ফাইনালে গোলপোস্টের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে ‘গোল্ডেন গ্লাভস’ জিতে নেন আর্জেন্টিনার এই গোলকিপার।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার এক ম্যাচে মার্টিনেজ তার সতীর্থদের বলেছিলেন- ‘গোলপোস্টে তালা মেরেছি। গোল করতে হলে আমাদের মেরে গোল করতে হবে।’
বিশ্বকাপের সেই পদক পাহারার জন্য কুকুর নিয়োগ করেছেন মার্টিনেজ। কুকুরটি বেলজিয়ান ম্যালিনইস জাতের। পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।
সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, ২০ হাজার পাউন্ড তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করে এই কুকুরকে পদক পাহারা দেওয়ার কাজে লাগিয়েছেন মার্টিনেজ।
তবে মার্টিনেজ যে এই পরিমাণ টাকা খরচ করে কুকুরটিকে কাজে লাগিয়েছেন তা নিশ্চিত করতে পারেনি মেইল অনলাইন।
ব্রিটেনে সাম্প্রতিক সময়ে তারকা ফুটবলাররা চুরি–ডাকাতির শিকার হয়েছেন। রাহিম স্টার্লিং, হ্যারি ম্যাগুয়ার, অ্যালেক্স–অক্সলেড চেম্বারলিন থেকে রিস জেমস, জস টাইমলনরা এসব অনাকাক্ষিত ঘটনার শিকার হয়েছেন।