ফুটবল সম্রাটের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গোটা বিশ্বের

ফুটবলবিশ্বের প্রথম মহাতারকা পেলে ৮২ বছর বয়সে ক্যানসারের কাছে হার মেনে প্রয়াত হলেন। তার মহাপ্রয়াণে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। চিরঘুমে চলে যাওয়া ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে নেইমার থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোসহ তারকা খেলোয়াড়রা গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ফুটবল সম্রাটের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গোটা বিশ্বের-

পেলের ছিল আকর্ষণীয় ব্যক্তিত্ব। যেখানেই যেতেন চুম্বকের মতো নিজের দিকে সবাইকে টেনে নিতেন। তার সান্নিধ্যে থাকলে অবশিষ্ট বিশ্ব থমকে যেত।

-ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো

আমার বন্ধু পেলে। কত জয়, শিরোপা, কত গল্প একসঙ্গে ভাগ করে নিয়েছি। পেলে চিরন্তন, অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছে। বহুবার বিশ্ব স্তব্ধ হয়েছে তার খেলা দেখার জন্য।

-মারিও জাগালো

ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি চিরস্মরণীয়। কখনো ভোলা যাবে না তাকে।

-কিলিয়ান এমবাপ্পে

শান্তিতে বিশ্রাম নিন পেলে।

-লিওনেল মেসি

ইতিহাসের সেরা খেলোয়াড়কে হারাল ফুটবল। পেলে আমাকে ভাই বলে ডাকতেন। আমার জন্য সেটি ছিল অভাবনীয় এক সম্মান। ফুটবল চিরকাল পেলের।

-ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

ব্রাজিলের সব মানুষ ও পেলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অবিসংবাদিত রাজা পেলেকে বিদায় জানাতে গিয়ে ফুটবলবিশ্ব যে মর্মবেদনার মধ্যে রয়েছে,

তা ভাষায় প্রকাশ করা যাবে না। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিগত দিন, বর্তমান ও চিরকালের

আদর্শ। কখনো বিস্মৃত হবেন না, আমাদের মতো ফুটবলপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবেন তিনি। চিরশান্তিতে বিশ্রাম নিন পেলে।

-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কোথায় যেন শুনেছিলাম পেলের আগে ১০ শুধুই একটি সংখ্যা ছিল। আমি বলব কথাটি অসম্পূর্ণ। আসলে পেলের আগে ফুটবল ছিল নিছক একটি খেলা মাত্র। পেলে বদলে দেন সব কিছু। তার পায়ের ছোঁয়ায় ফুটবল শিল্প ও বিনোদনে পরিণত হয়। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গ মানুষদের এবং সর্বোপরি ব্রাজিলকে সবার সামনে তুলে ধরেন। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়ানো সম্রাটকে ধন্যবাদ। তিনি নেই, তার সম্মোহন থাকবে চিরকাল। পেলে চিরন্তন।

-নেইমার

পেলেকে এক শোকবার্তায় অমর আখ্যায়িত দিয়েছে ফিফা। আরও শোক প্রকাশ করেছেন মেসুত ওজিল, কাসেমিরো, রাহিম স্টার্লিং, নেভিল, জেমি ভার্ডিসহ বহু ফুটবলার। শোক জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, নাপোলি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, সান্তোসসহ বিশ্বের প্রথম সারির প্রায় সব ফুটবল ক্লাব। শোক প্রকাশ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সংস্থাও।