ভারতের গুজরাটের একটি হাইওয়েতে দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। পুণ্যার্থীবোঝাই একটি বাসের চালক ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
বর্ষশেষের দিন শনিবার ভোর রাত চারটার দিকে নাভসারির আহমেদাবাদ-মুম্বাই হাইওয়েতে এই দর্ঘটনায় গুরুতর আহত হন আরও ২৮ জন।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে পুণ্যার্থীদের নিয়ে ওই বাসটি ভালসাদে ফিরছিল। জাতীয় সড়কের ওপর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন বাসের চালক।
এরপরই নিয়ন্ত্রণ হারানো বাসটি এসইউভি গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান আটজন। বাসের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাস যাত্রীদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সুরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে এক টুইটে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুর্ঘটনা হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সৃষ্টিকর্তা তাদের এই শোক সইবার শক্তি দিন।