দক্ষিণ-পূর্ব এশিযার দেশ কম্বোডিয়ায় ক্যাসিনো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি কম্বোডিয়ান শহরের ক্যাসিনোতে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার সীমান্তবর্তী একটি শহরের ক্যাসিনো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে প্রতিবেশী থাইল্যান্ডের প্রাদেশিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আরও ৫৩ জন আহত এবং আটজন নিখোঁজ থাকার কথাও বলা হয়েছে।
রয়টার্স বলছে, থাইল্যান্ডের সা কাইও প্রদেশে থাই হতাহতদের চিকিৎসা করা হয়েছে। তবে সা কাইও প্রদেশের বিবৃতিতে হতাহতদের কোনও জাতীয়তা উল্লেখ করা হয়নি।
কম্বোডিয়ান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির থাই সীমান্তবর্তী পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনোতে বুধবার মধ্যরাতে আগুন লাগে। তবে আগুনের কারণে হতাহতের কোনও তথ্য উল্লেখ করেনি দেশটি।
মূলত পোয়েপেট শহরের ক্যাসিনোগুলো প্রধানত থাই জুয়াড়িদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
কম্বোডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি ক্যাসিনোতে বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দলের কয়েকশ কর্মী মোতায়েন করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে কম্বোডিয়ার ফ্রেশ নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছে। তবে রয়টার্স ওই তথ্য যাচাই করতে পারেনি এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটিও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।