বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও শ্রীলংকার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। আগামীকাল রোববার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
শনিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম সেটে (২৫-১৬) জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় সেটে হারে বাংলাদেশ। চতুর্থ এবং পঞ্চম সেট জিতে ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাফিন। দলকে সেমিফাইনালে তুলে তিনি বলেন, ম্যাচটি কঠিন কঠিন ছিল। তবে আমরা জিতেছি এটাই বড় কথা। আমি সেরা খেলোয়াড় হয়েছি সেটা খুবই আনন্দের।
এদিকে দিনের প্রথম ম্যাচের প্রথম সেটে (২৫-১৬) জয় পায় কিরগিজস্তান, দ্বিতীয় সেটে (২৩-২৫) হারে তারা, তৃতীয় সেটে (২৫-১৭) আবারো জয় পায় কিরগিজস্তান। চতুর্থ সেটে (২৬-১৯) জিতে নেয় নেপাল। শেষে এসে পঞ্চম সেটে (১৫-৬) পয়েন্টে জয় তুলে নেয় কিরগিজস্তান। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের নুরিসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস।