আইপিএলের শেষ বেলায় কিছুটা চমকে দিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি রুপিতে তারা কিনে নিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসানকে।
এই নিয়ে চতুর্থ বার কেকেআরে ফিরলেন সাকিব। দলে আসেন, আবার নিলামে তুলে দেওয়া হয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলার অভিজ্ঞতা এবং মিডল অর্ডারে বিকল্প তৈরি রাখার জন্য সাকিবকে নিয়েছে কেকেআর। খবর আনন্দবাজার পত্রিকার।
সাকিবকে দলে নেওয়ার পরেই আইপিএল ট্রফি হাতে তার একটি ছবি পোস্ট করেছে কেকেআর। সেটি ২০১৪ সালে তোলা। সেবারই শেষ ট্রফি এসেছিল কেকেআরের ক্যাবিনেটে।
বাংলাদেশের অধিনায়ক সাকিব দলকে সুনিপুণ ভাবে চালনা করছেন। বাংলাদেশ এখন যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে, সেখানেও ক্যাপটেন সাকিবই।
বিশ্বমঞ্চে সাকিব আলাদা করে নজর কেড়ে নিয়েছেন। সে কারণেই এখনও আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে জ্বলজ্বল করছে তার নাম।