ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলতে রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব করা হয়েছে। ২২০ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ তারকাকে দলে টানতে চায় আল নাসের।
তবে এতেও রোনালদোর মন ভরব কিনা- তাই অন্য প্রস্তাব নিয়ে হাজির তার সামনে। আল নাসেরে যোগদান করলে দলের পক্ষ থেকেই মস্ত এক বিলাসবহুল বাড়ি পাবেন রোনালদো।
সৌদির রাজধানী রিয়াদ শহরে অবস্থিত বাড়িটির মূল্য ১২.২ মিলিয়ন। মরুভূমির শহরে হলেও বাড়িটিতে রোনালদো পরিবারের জন্য থাকছে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা।
আর এ প্রস্তাবে রাজি হয়ে রোনালদো যদি সত্যিই সৌদিতে যান, তবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বনে যাবেন তিনি। তবুও বাধ রোনালদোর। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে ইউরোপের কোনো ক্লাবেই যাবেন তিনি।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বাড়িটিতে থাকবে একটি অলিম্পিক সাইজের সুইমিং পুল। শীততাপ নিয়ন্ত্রিত বাড়িটিতে থাকবে ৫০ ডিগ্রি সেলসিয়াসে আগুন পোহানোর যন্ত্র। এছাড়া বাড়িটির গেটেও থাকছে বিরাট কারুকার্যের ছোঁয়া। তবে বাড়ির সামনের অংশের পুরো জায়গাটাই বানানো হয়েছে ইসলামিক নিয়ম অনুসারে।
বিশ্বকাপের পর থেকেই ক্লাববিহীন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবগুলোর কাছে অনুরোধ করেও পাচ্ছেন না ক্লাবের দেখা। কারণ ইউরোপের এলিট ক্লাবগুলোর কাছে ৩৭ বছর বয়সী এ তারকার প্রয়োজন অনেকটাই ফুরিয়ে গেছে। এমন পরিস্থিতিতে রোনালদোকে দলে টানার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে সৌদির এ ক্লাবটি।