১৪ মাস আগে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির মসনদে এনেছিলেন রমিজ রাজাকে। সেই ইমরান খান যখন মাস ছয়েক আগে প্রধানমন্ত্রীর পদ হারালেন, তখনই জল্পনা কল্পনা শুরু হয়েছিল রমিজের সভাপতিত্ব নিয়ে। তবে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তখনই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেননি। একটু অপেক্ষা করেছেন। প্রায় ছয় মাস পর এখন এসে ক্ষমতা থেকে সরিয়ে দিচ্ছেন রমিজ রাজাকে।
রমিজকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, রমিজের সময় আর খুব বাকি নেই। এরই মধ্যে তার পরবর্তীতে কে হবেন পিসিবি সভাপতি, তাও ঠিক করে ফেলেছেন। রমিজের জায়গায় পিসিবি সভাপতি হিসেবে দেখা যাবে শাহবাজ শরীফের আস্থাভাজন নাজাম শেটিকে।
রমিজকে পিসিবির দায়িত্বে ব্যর্থ বলার উপায় নেই মোটেও। শিরোপা জিততে না পারলেও তার আমলে পাকিস্তান একটি বিশ্বকাপসহ দু’টি বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। একটি বিশ্বকাপে খেলেছে সেমিফাইনালও। তার দায়িত্বে থাকা কালেই পাকিস্তানের মাটিতে দীর্ঘ বিরতি শেষে সফর করে গেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল।