অবসরে যাওয়া নিয়ে যা বললে মেসি

ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ। ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থাপিত পুরস্কার বিতরণ মঞ্চে সবার শেষে ডাক পড়ল লিওনেল মেসির। বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে তর সইছিল না আর্জেন্টাইন অধিনায়কের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন তার সঙ্গে কথা বলায় ব্যস্ত, তখন মেসির চোখ ট্রফির দিকে। আর হাত জোড়া বারবার ঘষছিলেন, যেন ট্রফি তুলে নিতে তা চুলকাচ্ছে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ।

ফিফা সভাপতি মেসির হাতে তুলে দেন অধরা সেই ট্রফি। এরপর বিজয়ী মঞ্চে শুরু হয় উদযাপন। এর আগে অবশ্য বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গ্রহণ করেন গোল্ডেন বল। ২০১৪ সালেও মেসি গোল্ডেন বল জিতেছিলেন। তবে সেবার চোখেমুখে ছিল রাজ্যের অন্ধকার। কারণ, বিশ্বকাপটাই যে হারিয়ে ফেলেছেন। তবে এবারের চিত্র ভিন্ন।

কারণ, শুধু গোল্ডেন বলই নয়, সঙ্গে জিতেছেন পরম আরাধ্য বিশ্বকাপের শিরোপাও। আর শিরোপা জিতেই আর্জেন্টাইন সুপার জানিয়ে দিলেন, তিনি এখনই থামছেন না। কাতার বিশ্বকাপের ট্রফি হাতে মেসি বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চাই।