বদলি খেলোয়াড় হিসেবে অনেকটা নীরবেই লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা গিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তবে বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার সব নীরবতা ভাঙলেন ব্যাট হাতে ঝড় তোলে। এলপিএলে নিজের অভিষেক ইনিংসে ঝড়ো অর্ধশতক হাঁকিয়ে দারুণ শুরু করেন তিনি।
এদিকে আজ নিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর তিনটা ত্রিশ মিনিটে ক্যান্ডি ফ্যালকনের মুখোমুখি হবে আফিফ হোসেনের দল।
রোববার কলম্বোয় গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জাফনা কিংসের অধিনায়ক থিসারা পেরেরা। দলীয় ৩১ রানে রহমানউল্লাহ গুরবাজ বিদায় নিলে ওয়ানডাউনে ক্রিজে নামেন আফিফ।
২৩ রান করা গুরবাজের বিদায়ের পর ১৮ রান করে অভিষকা ফার্নান্দো বিদায় নিলেও আফিফকে দারুণ সঙ্গ দেন সাদিরা সামারাউইকরামা। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৬৬ রানের দারুণ এক জুটি। ২৮ বলে ৩২ রান করে সাদিরা বিদায় নিলেও আফিফ অর্ধশতক পূরণ করতে ভুল করেননি।
যদিও তাকে ক্রিজে রেখেই বিদায় নেন শোয়েব মালিক ও অধিনায়ক থিসারা পেরেরা। পেরেরা ১৩ বলে ২৬ রান করলেও মালিক গোল্ডেন ডাকের শিকার হন। তবে আফিফের ব্যাটে ভর করে বড় পুঁজি পেয়ে যায় জাফনা। ৩০ বলে অর্ধশতক করা আফিফ শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৪ রান করে ক্ষান্ত হন। সাজঘরে ফেরার আগে হাঁকান ৫টি চার ও ১টি ছক্কা।