ফ্রান্স বনাম আর্জেন্টিনা ফাইনাল: শেষ মুহূর্তে কঠিন ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে যে দল

শেষের পথে কাতার বিশ্বকাপ ফুটবল। চূড়ান্ত হয়েছে ফাইনালের লাইনআপ। ক্রোয়েশিয়াকে হারিয়ে আট বছর পর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। মরক্কোর রূপকথা থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ্য ফ্রান্স।

আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। কে জিতবে এবারের বিশ্বকাপ? তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছে আর্জেন্টিনা কেউ বা ফ্রান্স।

তবে বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। রোবটটির মতে, এবার বিশ্বকাপ জিতবে ফ্রান্স। আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ। সেখানে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ।

চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফল নির্ণয় করে এই রোবট সফটওয়্যারটি। যদিও এই সফটওয়্যারের করা ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ সত্য হয়েছে। তার মানে বাকি ৩২ শতাংশ মেলেনি।