ফাইনালে ফ্রান্সের সঙ্গে দেখা হচ্ছে আর্জেন্টিনার।মেসিই যে ম্যাচে মূল ফোকাসে থাকবেন সেটি কার না জানা।তাই আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে নিয়ে বেশ সতর্ক ফ্রান্স।তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘আমরা তাকে দমানোর চেষ্টা করব। ‘ এ সময় ফাইনালে উঠতে পেরে নিজ দলের খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দেশম। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম থেকেই তাক লাগানো খেলা উপহার দিচ্ছেন লিওনেল মেসি। তাকে দমানো গেলেই আর্জেন্টিনাকে দমানো সম্ভব। ‘
লিওনেল মেসি সম্পর্কে দিদিয়ের দেশম আরও জানান, ‘বিশ্বের অন্যতম একজন ভালো ফুটবলার মেসি। আগের বিশ্বকাপে ফরওয়ার্ডে খেলতেন তিনি। তবে এবার ফ্রন্টে বা স্ট্রাইকারের পেছনে খেলছেন তিনি। তার খেলায় বৈচিত্র্য এসেছে। ‘
ছয় দশক পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লড়তে যাচ্ছে ফ্রান্স। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কাপ জেতে দলটি।