ধরা পড়ায় ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা পুলিশ কর্মকর্তার

ভারতীয় উপহাদেশের দেশগুলোতে মামলা চলাকালে পুলিশের ঘুষ গ্রহণ অস্বাভাবিক ঘটনা নয়। পুলিশে সৎ কর্মকর্তার চেয়ে অসৎ কর্মকর্তার পাল্লা ভারী না কম তা ঘুষ লেনদেনের ওপর নির্ভর করে। তেমনি এক অসৎ পুলিশের কর্মকর্তা চুরির মামলা নিয়ে ঘুষের টাকাসহ ধরা পড়েন ভিজিল্যান্স কর্মকর্তার কাছে। তৎক্ষণাৎ সেই টাকা লুকাতে গিলে ফেলেন তিনি।

ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে ঘটেছে। ঐ পুলিশ কর্মকর্তার নাম মাহেন্দ্র উলা। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ধরা পড়ার পর ঘুষের টাকা মুখের ভেতরে ঢোকান মাহেন্দ্র। পরে তার মুখ থেকে টাকা বের করতে ধস্তাধস্তি করেন ভিজিল্যান্স কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুষের টাকা বের করারও চেষ্টা করা হয়। তবে নাছোড়বান্দা মাহেন্দ্র কিছুতেই বের করতে দেবেন না ঐ টাকা। শেষমেশ তাকে গাড়িতে তুলে নেয়া হয়।

এ ঘুষ কাণ্ডের নেপথ্যে রয়েছে একটি মহিষ চুরির ঘটনা। ঐ ঘটনায় মহিষের মালিকের থেকে ঘুষ নিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা।

জানা যায়, যাদের মহিষ চুরি হয়, তাদের ঐ অভিযুক্ত পুলিশ অফিসার বলেন, তারা যদি ১০ হাজার টাকা ঘুষ দেন তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

তবে মহিষের মালিক শুভনাথ দাবি করেন, তিনি ঘুষের ৬ হাজার টাকা ঐ পুলিশকে দিয়েছেন। তারপর বাকি টাকার দাবি করায় শুভনাথ ভিজিল্যান্স বিভাগের দ্বারস্থ হন। এরপর এ ঘটনা ঘটেছে।