ঘূর্ণিঝড় ‘মানদৌসে’র তাণ্ডবের শিকার ভারতের চেন্নাই। রাজ্যের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের রোষানলে পড়ে ভেঙে গেছে শতাধিক গাছ। লন্ডভন্ড হয়ে গেল মেরিনা বিচও। বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে দেওয়াল ও বিদ্যুতিক খুঁটি। তবে এখনো কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে প্রক্রিয়া শুরু হয়। রাত দেড়টা নাগাদ তামিলনাড়ুর মহাবলীপুরমের ওপর দিয়ে অতিক্রম করে মানদৌস। স্থলভাগেরওপর দিয়ে অতিক্রম করার সময় মানদৌসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটা। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি হয়েছে চেন্নাই ও আশপাশের এলাকায়।
আবহাওয়া অফিস জানায়, চেন্নাইয়ে এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার।
আবহাওয়া দফতর সূত্র জানায়, স্থলভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড় অতিক্রমের পর সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর আরো শক্তি হারিয়ে মানদৌস নিম্নচাপে পরিণত হবে।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩টি অন্তর্দেশীয় ফ্লাইট ও তিনটি আন্তর্জাতিক বিমানের ফ্লাইট বাতিল করা হয়। তামিলনাড়ু, পুদুচেরিতে স্কুল-কলেজ বন্ধ রাখা ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ত্রাণ শিবিরের ব্যবস্থা করে প্রশাসন। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও মোতায়েন করা হয়েছিল।