রোনাল্ডোকে নিয়ে এবার মুখ খুললেন ম্যানচেস্টার কোচ

বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে উত্থান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শুরু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে, কষ্ঠ নিয়ে সেই ক্লাব ছাড়তে হয়েছে তাকে।

এ বিষয় নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ম্যানচেস্টার কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলেন, রোনাল্ডো চলে যাওয়ায় কোনো ক্ষতি হবে না দলের। ও চলে গেছে। এটি এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাইছি। আমরা ভবিষ্যতের কথা ভাবতে চাইছি।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ তরুণ ফুটবলারদের নিয়ে চলতে চাইছেন। তার পরিকল্পনায় বয়স্ক ফুটবলাররা নেই। আর রোনাল্ডোর বয়স এখন ৩৭।

টেন হ্যাগ বলেন, আপনি যখন সংগঠনের মধ্যে কিছু পরিবর্তন করতে চাইবেন, তখন কিছু বিষয় তো নতুন হবেই। আমরা খেলার ধরন বদলাতে চাইছি। একটু সময় তো লাগবেই। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রতিপক্ষ আপনাকে সময় দেবে না। প্রতিপক্ষ আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই আমরা নতুন ব্যবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের দলটা সত্যিই দুর্দান্ত। আমরা মানসিকতা পরিবর্তন করেছি। তার প্রভাব আমাদের পারফরম্যান্সেও পড়েছে। আমার তো মনে হচ্ছে আমরা এগোচ্ছি। আমরা এ পদ্ধতিটাই অনুসরণ করতে চাই।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ক্লাবের কোচ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন রোনাল্ডো। তার পরেই তার সঙ্গে সম্পর্কছেদ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা কোনো ক্লাবের জার্সি গায়ে খেলবেন, তা এখনো নিশ্চিত নয়।