ক্যারিয়ারজুড়ে রেকর্ড গড়ে চলেছেন মেসি। নিজের আলখ্যেই থেকে যাচ্ছে অনেক রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার দিকেই তাকিয়ে ছিল আর্জেন্টিনা। হতাশ করেননি মেসি।
গোটা ম্যাচজুড়ে দাপটের সঙ্গে খেললেন। সেই সঙ্গে গোল করে গড়লেন রেকর্ড। টপকে গেলেন ম্যারাডোনাকে। তার সামনে এখন শুধু বাতিস্তুতা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মেসির গোলেই ভাঙে অচলায়তন। সেই সঙ্গে নিজের হাজারতম ম্যাচে মেসি ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে নয়টি গোল করলেন।
বিশ্বকাপে ম্যারাডোনার মোট গোল আটটি। তার চেয়ে মেসির গোল এখন একটি বেশি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ম্যারাডোনা।
তালিকায় দুইয়ে উঠে এলেন মেসি। ১-এ রয়েছেন গ্যাব্রিয়েল বাসিস্তুতা। তার গোলসংখ্যা ১০।
বাতিস্তুতাই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন। এবার বাতিস্তুতাকে টপকানোর পালা মেসির। তাকে ছাড়িয়ে আর মাত্র দুটি গোল দরকার মেসির।
এদিকে ম্যারাডোনার মতো বিশ্বকাপে আটটি গোল রয়েছে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি গুইলারমো স্তেবিলের। মারিও কেম্পেস বিশ্বকাপে করেছেন ছয়টি গোল।