রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং ও শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রানের অপরাজিত জুটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পদ্মাপারের দেশ
এ দিন, টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে।
তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন। তবে এ দিন মেহেদি হাসান মিরাজের সহজ ক্যাচ ফেলার জন্য কেএল রাহুলের চূড়ান্ত সমালোচনা হয় টুইটারে। ভারতের হয়ে এই ম্যাচে তিনি সর্বোচ্চ ৭৩ রান করলেও, কিপিং গ্লাভস হাতে একদমই ফ্লপ হন তিনি।
দেখুন টুইট চিত্র:
Even in some cases believe in Google pay scratch rewards but never believe in KL Rahul’s performance
— Mumbaicha_engineer (@berozgaarhoo) December 4, 2022
@klrahul villain of victory in match why is always becoming ????
— aap ka ayush chourey (@choureyayush) December 4, 2022
Everyone wud criticise KL Rahul for the dropped catch, but lack of game awareness by R.Patidar also needs to be highlighted. The ball from KLR gloves hd bounced considerably for anyone who wud hv been nearby to grab it. Fielding coach needs to highlight this for future #INDvsBan
— Vinit parashar (@Vinitparashar85) December 4, 2022
Jai Shah and Sunil Shetty to KL Rahul after Mehidy Hasan catch drop.#INDvsBangladesh #KLRahul pic.twitter.com/LqlsLMUx7b
— Sahil Gulzar (@sahilgulzar_) December 4, 2022
Mai gloves mai bhi ball nhi catch kr patah ????????????#KLRahul #IndiavsBangladesh pic.twitter.com/Keuc3zF7OI
— priyanshu raj (@priyans76638606) December 4, 2022
#INDvsBAN KL Rahul Sundar
Rahul and Sundar in dressing room after dropping that catch pic.twitter.com/Ule9epKXer
— How Football Saved Humans – Great Book to Read (@HowHumans) December 4, 2022
@RaviShastriOfc @klrahul selection of Indian team is purely biased. What Wrong did sanju Sampson do ?
— advocate salilkumarp (@salilkumarp) December 4, 2022
KL Rahul is biggest PANAUTI for Team India #INDvsBangladesh
— Vikas Baliyan (@baliyankbc) December 4, 2022
#BANvIND #KLRahul pic.twitter.com/3jCNAJwJD1
— Kaustubh (@kaustubh_4579) December 4, 2022
#INDvsBangladesh KL Rahul ???????? pic.twitter.com/R4D8QKgazH
— Manu (@Ghatotkachhhh) December 4, 2022