স্বাভাবিকভাবে চলছিল বাস, কিন্তু হঠাৎ শুরু হলো তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করল বাসটি। বাইরের যখন এই অবস্থা তখন বাসের ভেতরে চলছে আরেক ঘটনা। বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় চালকের। স্টিয়ারিং-এর ওপর ঢলে পড়েন তিনি।
এ ঘটনায় এক পথচারীর মৃত্যুও হয়েছে। আহত হন একাধিক। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ।
চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।
ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস সেগুলোকে ধাক্কা দেওয়া শুরু করে। বাসটিও পরে উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামে এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছিলেন। সেদিন বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়।
তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছে পুলিশ।