কাতার বিশ্বকাপে মরক্কোকে ফেভারিটের কাতারে ফেলার মতো লোক খুঁজে পাওয়া বেশ দুষ্করই বটে। তার উপর যদি প্রতিপক্ষ হয় ফিফা র্যাংকিংয়ে দুয়ে থাকা বেলজিয়াম। তাহলে তো কথাই নেই। কিন্তু অবাক হলেও সত্য যে, বেলজিয়ামকেই ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে র্যাংকিংয়ের ২২তম দেশ মরক্কো।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু’টি করেন আব্দেল হামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল। ১৯৭০ সালে অভিষেকের পর বিশ্বকাপের ইতিহাসে এটি মরক্কোর দ্বিতীয় জয়।
এমন ম্যাচে সবার নজর কেড়েছে মা-ছেলের উষ্ণ আলিঙ্গনের দৃশ্য। বেলজিয়ামকে হারানোর পর স্টেডিয়ামেই এই জয়কে ভিন্নভাবে উদযাপন করলেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। খেলার শেষ হওয়ার পর গ্যালারিতে থাকা মায়ের কাছে ছুটে যান ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জ্যার্মেইয়ের এই তারকা খেলোয়াড়।
প্রথমে জার্সিটা খুলে ফেলেন তিনি। এরপর মাকে জড়িয়ে ধরেই কপালে চুমু দেন তিনি। সঙ্গে সঙ্গে তার মা-ও ছেলেকে জড়িয়ে চুমু দেন।
এই দৃশ্য কাতারের আল থুমামা স্টেডিয়ামে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।