কাতার বিশ্বকাপে থাকছে ছয় ‘নারী’ রেফারি

অপেক্ষায় প্রহর শেষ, এবার মাঠের লড়াইয়ের অপেক্ষায়। আজ রাত ১০ টায় কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। এই আসরে থাকছে ৬ জন নারী রেফারি।

আসর শুরুর আগেই আলোচনার তুঙ্গে কাতার বিশ্বকাপ। এবার সেখানে যুক্ত হলো আরেকটি মাত্রা। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চে ম্যাচ পরিচালিত করবেন নারী রেফারি।

কাতার বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিদের (ভিএআর) তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে রেফারি হিসেবে থাাকছেন ৩৬ জন। সহকারী রেফারি ৬৯ জন ও ভিএআরের জন্য থাকবেন ২৪ জন। এদের মাঝে রয়েছেন ৬ জন নারী।

এই ছয় জনের মধ্যে তিনজনকে দেখা যাবে প্রধান রেফারির দায়িত্বে এবং বাকি তিনজন থাকবেন রেফারির সহকারী হিসেবে। যে তিন জন ম্যাচ পরিচালনা করবেন তাঁরা হলেন, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের ফ্র্যাপার্তে ও রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা।

এছাড়াও সহকারী নারী রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের নিউজা ব্যাক, যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট ও মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা।