যে কারণে জোড়া এফ-সিক্সটিনের পাহারায় কাতারে এলেন লেওয়ানডস্কিরা (ভিডিও)

বিশ্বকাপে অংশ নিতে ২৬ সদস্যের দল নিয়ে কাতারে পৌঁছেছে পোল্যান্ড।

আর সব দলের চেয়ে রবের্ত লেওয়ানডস্কির দলের মধ্যপ্রাচ্য আগমনটা একেবারে ভিন্নরকম।

যুদ্ধবিমান জোড়া এফ-সিক্সটিনের পাহারায় ৪০০০ কিলোমিটার পথ উড়ে এসে কাতারে অবতরণ করেছে পোলিশরা।

বিশ্বকাপে অংশ নিতে এফ-সিক্সটিন, কেন? কেন লাল-সাদা জার্সিধারীরা এরকম নিরাপত্তা পেলেন?

এর একমাত্র কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উত্তেজনা। চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে পোল্যান্ড। যে কারণে কার্যত যুদ্ধে জড়িয়ে গেছে দেশটি।

সম্প্রতি পোল্যান্ড সীমান্তবর্তী এক গ্রামে ধেয়ে এসেছে এক ক্ষেপনাস্ত্র। এই ঘটনায় দুই ব্যক্তি নিহত হন।

এঘটনার পরেই পোল্যান্ডের ফুটবলারদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কোনোরকম ঝুঁকি নিতে চায়নি মাতেউজ মোরাভিয়াস্কির দেশ।

এবার কাতারে পোল্যান্ডের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকো। ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবেন লেওয়ানডস্কিরা।

এরপর ২৬ নভেম্বর পোল্যান্ডের প্রতিপক্ষ সৌদি আরক। আগামী ১ ডিসেম্বর আর্জেন্টিনার সঙ্গে খেলবে পোল্যান্ড।