সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শোচনীয় হারে ফাইনালে উঠতে না পারার গ্লানি সহ্য হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।
বিষয়টি নিয়ে তোলাপাড় চলছে রজার বিনির বোর্ডে।
দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপে ভারতীয় নির্বাচকদের পাঁচ সদস্যের কমিটিকে বরখাস্ত করেছে বিসিসিআই। এরইসঙ্গে নতুন নির্বাচক কমিটিও আহ্বান করা হয়েছে।
বরখাস্ত হওয়া ওই কমিটিতে ছিলেন ভারতের সাবেক তারকা পেসার চেতন শর্মা, সুনীল জোসি, হারভিন্দার সিং ও দেভাশিষ মোহান্ত।
এ নিয়ে দীর্ঘ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় বোর্ড।
সেখানে বিসিসিআই লিখেছে, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।