নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের তারকা ফুটবলারকের হারালো পর্তুগাল

কাতার বিশ্বকাপের আগে আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু অনুশীলনের সময় পেটে ব্যথা অনুভব করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লিসবনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে খেলবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ড।

রোনালদোর না খেলার কথাটি নিশ্চিত করেছেন পর্তুগাল দলের কোচ ফার্নান্দো সান্তোস। তিনি বলছেন, নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের বন্ধুত্বপূর্ণ ম্যাচটি মিস করছেন রোনালদো। পেটের সমস্যায় বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাকে।

এদিকে বেশ কিছুদিন থেকেই গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রোনালদো। কারণ সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাতকারে নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেন রোনালদো। এমনকি ইংলিশ ক্লাবটি তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলেও জানান তিনি। সঙ্গে দলটির ম্যানেজার এরিক টেন হ্যাগকে সম্মান করেন না বলেও সোজা সাপটা জানান তিনি।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আগামী ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপের অন্য প্রতিপক্ষরা হলেন উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।