মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রিটেইন এবং রিলিজ ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল। বিকেল সাড়ে ৫টা নাগাদ খেলোয়াড়দের নাম প্রকাশ করতে সময় বেঁধে দিয়েছিল আইপিএল কতৃপক্ষ।
তবে সন্ধ্যা পেরোতেই জানা গেল সব দলের নামের তালিকা। সেখানে দেখা গিয়েছে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এদিকে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনকে। অন্যদিকে ক্যারিবীয় তারকা নিকোলাস পুরানকেও রাখেনি হায়দরাবাদ। তবে ডেভিড ওয়ার্নারকে রেখে দিয়েছে তারা।
দিল্লি ক্যাপিটালস-
ধরে রাখল যাদের- মোস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।
ছেড়ে দিলো যাদের- শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।