এবার মাশরাফিদের কোচ হলেন রাসেল

বিপিএল নবম আসর শুরু হতে প্রায় মাস দুয়েক বাকি থাকলেও এখন থেকে দল গোছাতে শুরু করেছে অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই প্রেক্ষিতেই সিলেট স্ট্রাইকার্স তাদের দলের জন্য সহকারী কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে।

আজ বুধবার তাদের ভেরিফাইড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রাজিন সালেহকে তাদের প্রধান কোচ হিসেবে নাম প্রকাশ করেছিল।

সিলেট স্ট্রাইকার্স তাদের পোস্টে জানিয়েছে, ‘বাংলাদেশের সেরা বোলিং জুটি কথা যদি আসে তবে এখনো প্রথম দিকেই থাকবেন মাশরাফি বিন মুর্তজা ও সৈয়দ রাসেল। দুজনই একে অপরকে সবচেয়ে ভালো বুঝতেন। মাঠের বাইরেও সম্পর্কটাও দারুণ। রাসেলকে বলা হয় সুইং মাস্টার। ইনজুরির কারণে জার্সিটা তুলে রাখলেও বলটা তুলে রাখতে পারেননি এই পেসার। কোচ হিসেবে নতুন ক্রিকেটারদের বোলিংয়ের কারিকুরি শেখাচ্ছেন এখন।’

‘বাংলাদেশের সমর্থকদের একটা আক্ষেপ ছিলো, আর কি কখনো মাশরাফি-রাসেল জুটির দেখা মিলবে? সেই আক্ষেপটা এবার দূর করেছে বিপিএলের নতুন দল সিলেট স্ট্রাইকার্স। রাসেলের অধীনে খেলবেন মাশরাফি। সিলেট এবার দেশের একঝাঁক সাবেক ক্রিকেটারদের নিয়ে সাজিয়েছে কোচিং স্টাফ। সেখানেই সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সৈয়দ রাসেল।’

সিলেট যোগ করে, ‘বল হাতে সুইংয়ের জাদুতে প্রতিপক্ষকে চমকে দেয়া রাসেলের সামনে এবার বিরাট চ্যালেঞ্জ। সঙ্গে বন্ধু মাশরাফি। মাশরাফি-রাসেলে সৃষ্টি হোক আরেকটি নতুন ইতিহাস। আবার হোক উল্লাস!’