এক নজরে দেখেনিন আইপিএল নিলামে কোন দল কত কোটি টাকা নিয়ে মাঠে নামছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম হয়ে গিয়েছিল গত বছর, তবে এবারও আইপিএলের দল গোছানোর জন্য নিলামের টেবিলে বসতে হচ্ছে দশটি ফ্র্যাঞ্চাইজিকে। আর সেখানে আবারও বসবে কোটি কোটি টাকার খেলা। আগামী ২৩ ডিসেম্বর দশটি দলের কে কত টাকা নিয়ে নামতে পারে নতুন খেলোয়াড়দের কেনার জন্য, জেনে নেওয়া যাক।

আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের ১৬তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। গত আসরের আগে মেগা নিলাম হওয়ায় এবার খুব বেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ নেই। দলগুলো যে ক্রিকেটারদের ছেড়ে দিচ্ছে, তাদের জায়গায় নেওয়া যাবে নতুন খেলোয়াড়। সেক্ষেত্রে টাকার অঙ্কও তুলনামূলক কম। তবে একেবারে হেলাফেলারও নয়! ফলে কোনো ক্রিকেটার রাতারাতি কোটিপতি বনে যেতে পারেন এবারও।

মেগা নিলামের পর যে টাকা বেঁচে গিয়েছিল তার সাথে আরও ৫ কোটি রুপি যোগ করে হবে এবারের নিলাম। সে হিসেবে সবচেয়ে বেশি টাকা আছে পাঞ্জাব কিংসের। আগেরবারের বেঁচে যাওয়া ৩ কোটি ৪৫ লাখ রুপির সাথে নতুন ৫ কোটি মিলে মোট ৮ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নিলামে নামবে তারা। চেন্নাই সুপার কিংসের হাতে আছে ২ কোটি ৯৫ লাখ রুপি, সাথে নতুন ৫ কোটি মিলে ৭ কোটি ৯৫ লাখ রুপি পাচ্ছে তারা নিলামে খরচ করার জন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বেঁচে গেছে ১ কোটি ৫৫ লাখ রুপি। দলটি মোট ৬ কোটি ৫৫ লাখ রুপি নিয়ে নিলামে বসবে খেলোয়াড়ের কেনার লক্ষ্যে।

এছাড়া বেঁচে যাওয়া ৯৫ লাখ টাকাসহ রাজস্থান রয়েলস ৫ কোটি ৯৫ লাখ রুপি, আগের ৪৫ লাখ টাকাসহ কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লাখ রুপি, আগের ১৫ লাখ টাকা নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লাখ রুপি নিয়ে নিলাম শুরু করবে।

গতবার মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লী ক্যাপিটালসের ১০ লাখ রুপি রয়ে যায়, এবার তাই ৫ কোটি ১০ লাখ রুপি খরচের সুযোগ পাচ্ছে তারা। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সব অর্থ খরচ করে ফেলায় ঠিক ৫ কোটি রুপি নিয়েই নামবে অকশনে।

১৫ নভেম্বরের মধ্যেই দলগুলোকে জানাতে হবে, এবার কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখবে আর কাদের ছেড়ে দিবে। সেই সাথে চলছে খেলোয়াড় অদলবদলের কাজও।