টি-২০ বিশ্বকাপ শেষ না হতেই আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন সাকিব আল হাসান

আন্তর্জাতিক টি-টোয়েন্টির অল-রাউন্ডারদের তালিকার সেরা দশে আপনি খুঁজে পাবেন না ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকসকে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ঠিকই শীর্ষস্থানে আছেন।

সময়ের চাহিদা মিটিয়ে ৪৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস।

তিনি সেটাই করেছেন, দল তার কাছে যা চাইছিল।

এই বেন স্টোকস ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়ক । বেন স্টোকস হাত ধরেই একসঙ্গে দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেই স্টোকসকে কি পরিসংখ্যান দিয়ে মাপা যায়?